উত্তরদিনাজপুর

শহরকে পলিব্যাগ মুক্ত করার লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার অভিযান

শহরকে নির্মল ও স্বচ্ছ ভাবে গড়ে তুলতে পলিব্যাগ মুক্ত করার অভিযানে নামল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভা। বিগত দিনে পলিব্যাগ মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায় রায়গঞ্জ পৌরসভা। 

জানা গিয়েছে, পলিব্যাগের মাধ্যমে শহর সহ জেলার পরিবেশ ক্রমশ দূষিত হয়। এই দূষণের ফলে নানা রকম রোগ-ব্যাধির কবলে পরতে হয় সাধারণ মানুষদের। আবার এই পলিব্যাগ গুলি মাটির সাথে মিশে যায় না। ফলে মাটির উর্বরতাও নষ্ট করে দেয়, ক্ষতির সম্মুখীন হতে হয় খেটে খাওয়া কৃষকদের। সেই কারণে রায়গঞ্জ পৌরসভা পলিব্যাগ মুক্ত পৌরসভা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। সেই কারণে শহরে নিষিদ্ধ করা হয় পলিব্যাগ। ধরা পড়লে জড়িমানাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার পূনরায় পৌরপতি সন্দীপ বিশ্বাস তার বেশ কিছু কাউন্সিলার ও পৌরকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন বাজারে অভিযানে নামেন। অভিযানে নেমে বেশ কিছু ব্যবসায়ীদের যেমন জড়িমানা করা হয় তেমনি কয়েক কেজি নিষিদ্ধ পলিব্যাগ ও থার্মোকলের বাটি গ্লাস এবং থালা বাজেয়াপ্ত করা হয়। আগামী দিনে শহরকে স্বচ্ছ রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানা যায়।

এবিষয়ে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, শহরকে নির্মল ভাবে গড়ে তোলার জন্য পৌরসভার পক্ষ থেকে নিষিদ্ধ পলিব্যাগ ও থার্মকলের তৈরী থালা, গ্লাস, বাটি বন্ধ করার জন্য অভিযানে নেমেছেন। এদিন বেশ কিছু ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলে জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েক কেজি নিষিদ্ধ পলিব্যাগ ও থার্ম কলের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে তিনি জানান।  

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/CG6z8eIY1aE